আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে এস-৪০০ ট্র্যাআমফ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনায় ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিলো ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জামানায় কার্যত সেই উদ্যোগে জল ঢেলে দেওয়া হলো।
সম্প্রতি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া এক প্রস্তাবে বলা হয়েছে, চীনের মতো আগেএসি শক্তিকে ঠেকাতে ভারত যদি রাশিয়া থেকে এস-৪০০ কেনে তাহলে কোনও পদক্ষেপ করা যাবেনা। আমেরিকার এই প্রস্তাব পাশে বড় জয় পেলো মোদী সরকার।
প্রসঙ্গত, চীনের আগ্রাসী মনোভাব রুখে দিতে বরাবরই সচেষ্ট ভারত ও আমেরিকা। লাদাখ সীমান্তে হিংসাত্বক ঝামেলা হওয়ার পর চীন কে ভালো নজরে দেখছেনা ভারতের পররাষ্ট্রমন্ত্রক। চীন কে প্রতিহত করতে ভারত নিচ্ছে একাধিক পদক্ষেপ।