প্রেমিকা বা স্ত্রী রেগে ব্যোম? স্ত্রীর মুখে হাসি ফেরাতে প্রশংসা করে পাঠান এই ১০টি বার্তা

প্রেমিকা বা স্ত্রীর মাথা গরম হলে আর রক্ষে নেই! পুরুষরা অনেক ক্ষেত্রেই ভাবতে পারেন না, কী করণীয়! তাহলে আজ একটা গোপন কথা বলব আপনাদের, মেয়েরা কিন্তু হাসি ও চোখের তারিফ খুব পছন্দ করে।

তাই প্রিয়তমার হাসির তারিফ করে একটা বার্তা পাঠাতেই পারেন। তাঁকে বুঝিয়ে দিন কতটা তাঁকে চান আপনি। তেমনই ১০টি বার্তা দেওয়া হল এই প্রতিবেদনে-

১। ডাক্তারের ওষুধও ফেল তোমার হাসির কাছে। আমার জীবনের খুশির কারণ তোমার হাসি! ওগো প্রিয়তমা তুমি জানো না, তোমার হাসি কতটা অমূল্য।

২। তোমার একটা হাসি দূর করে জীবনের সমস্ত দুশ্চিন্তা। কী মধুর তোমার হাসি!তুমি হাসলে হৃদমাঝারে ওঠে ঝড়।

৩। তোমার হাসি দিয়ে শুরু হোক আমার দিন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা, এই হাসি যেন সারাজীবন দেখি।

৪। দুনিয়ায় একমাত্র হাসি। যা আমার জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। তোমার হাসিই আমার সব যন্ত্রণার উপশম।

৫। যে হাসি আমার জীবন পূর্ণ করে, সেটা শুধুই আমার প্রিয়তমার। তোমার হাসি দিয়ে আমার জীবনকে আরও সুন্দর করে তোলো।

৬। তোমার হাসি যেন আমার শক্তি। তুমি হাসলে বল পাই। ভুলে যাই সব দুঃখ-যন্ত্রণা।

৭। কখনও হাসতে ভুলো না। তোমার হাসি যে বড্ড দেখতে চায় মন। তোমার মন ভারী হলে আমার যে বিনিদ্র রজনী কাটে।

৮। ওই হাসিতেই মন চলে যায় সুদূরে। এটাই যেন আমার কাছে ঈশ্বরের সেরা উপহার। এই উপহার আজীবন আগলে রাখতে চাই।

৯। তোমার হাসিতে হাজার ওয়াটের আলো জ্বলে ওঠে। তোমাকেই দেখতে থাকি প্রাণভরে। সেকেন্ডে,মিনিট, ঘণ্টা কেটে যায়। প্রিয়তমা এভাবেই থেকে যেও জীবনভর।

১০। জানো তোমার হাসি সব যন্ত্রণা, ব্যথার মলম। আমার শান্তির নীড় তুমি। তোমাতেই পূর্ণ আমি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy