চুল গোড়া শক্তিশালী করতে জেনেনিন সহজ কিছু উপায়!

ঘরোয়া যত্নে চুলের গোড়া শক্তিশালী করতে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। এগুলো নিয়মিত ব্যবহারে খুশকিও দূর হবে। এছাড়া ঝলমলে ও ঘন চুল পেতে কার্যকরী এসব হেয়ার প্যাক।

আমলকীর গুঁড়া
১ টেবিল চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। এটি প্রাকৃতিকভাবেই চুলের গোড়ার ময়লা দূর করবে।

কুসুম গরম নারকেল তেলের সঙ্গে আমলকীর গুঁড়া মিশিয়েও ম্যাসাজ করতে পারেন চুলে। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।

অ্যালোভেরা
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অতুলনীয় এই ভেষজ। মেথি বেটে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সিল্কি হবে চুল। কয়েক ফোঁটা টি ট্রি অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগালে চুল লম্বা হবে তাড়াতাড়ি।

ডিম
ডিমে থাকা প্রোটিন চুলের যত্নে অনন্য। ডিমের সাদা অংশ সরাসরি লাগাতে পারেন চুলে। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একটি ডিম ফেটিয়ে টক দই মিশিয়ে লাগালেও উপকার পাবেন। আরেকটি প্যাক বানিয়ে নিতে পারেন ২ টেবিল চামচ কাঁচা দুধ ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে। খুশকি দূর হবে।

টক দই
জটহীন সুন্দর চুলের জন্য টক দই খুবই কার্যকর। সামান্য মধু মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। পাকা পেঁপের সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন দই।

পেঁয়াজ
চুলের গোড়া মজবুত করতে পেঁয়াজের রস ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

লেবু
লেবুতে থাকা অ্যাসিড ও ভিটামিন সি চুল যত্নে রাখে। নারকেল তেল অথবা অলিভ অয়েল সামান্য গরম করে লেবুর রস মিশিয়ে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। এক মগ পানিতে একটি লেবু চিপে সেটা দিয়ে চুল ধুয়ে ফেললেও চমৎকার উজ্জ্বলতা আসবে চুলে।

নারকেল তেল
বিভিন্ন তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন। এছাড়া মেথি গুঁড়া, নিমের গুঁড়া মিশিয়েও ব্যবহার করা যায় চুলে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy