হোমিওপ্যাথি চিকিৎসার উপরে অনেকের অগাধ বিশ্বাস হয়েছে। কিন্তু চিকিৎসা করতে গিয়ে তারা এমন কয়েকটি ভুল করে থাকে যার ফলে সেই রোগ-ব্যাধি থেকে সহজেই মুক্তি পায় না। তাই এই সময়ে খুবই সতর্ক এবং সঠিক নিয়মগুলি মেনে চলতে হয়।
👉🏻 কোন নিয়ম গুলি মেনে চলবেন:-
১) হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ১০ মিনিট আগে কিংবা পরে কোন কিছুই মুখে দেবেন না, এতে ওষুধের কার্যকারিতা কমে যায়।
২) আপনি যদি এই মুহূর্তে হোমিওপ্যাথিক চিকিৎসা করান তাহলে নেশা জাতীয় কোন কিছুই গ্রহণ করবেন না। কারণ এসবের মধ্যে এমন কিছু পদার্থ রয়েছে যা হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা পথে বাধা সৃষ্টি করে।
৩) হোমিওপ্যাথি ওষুধ কখনো হাতের তালুর মধ্যে নেবেন না কারণ এই জাতীয় ওষুধের মধ্যে এক প্রকার স্পিরিট থাকে, যা সাথে সাথে উড়ে যায়।
৪) হোমিওপ্যাথি ওষুধের শিশির মুখে করে কিংবা কাগজের মধ্যে নিয়ে খাওয়া উচিত।
৫) হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে ভালো করে মুখ ধুয়ে ও কুলকুচি করে নেবেন।
৬) এই জাতীয় ওষুধ খেলে কখনোই টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়, কারণ হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা নষ্ট করে। এমনকি চা কফিও এড়িয়ে চলা ভালো।
৭) অ্যালোপ্যাথি কিংবা আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার সাথে কখনোই হোমিওপ্যাথি ওষুধ নেবেন না, এতে এর কার্যকরিতা সঠিকভাবে হয় না।
৮) একই রোগ হলে অন্য কোন রোগীর হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করবেন না। কারণ মানুষ অনুযায়ী ওষুধের ধরন আলাদা হয়। এতে আপনার উপকার হওয়ার বদলে বরং ক্ষতি হবে।
৯) সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যে জায়গায় হোমিওপ্যাথি ওষুধের শিশিটি রাখবেন সেগুলো যেন সরাসরি রোদের মধ্যে না থাকে।
১০) ওষুধের ঢাকনা কখনোই খুলে রাখবেন না। সবসময় ঠান্ডা শীতল ও অন্ধকার জায়গায় রেখে দেওয়া উচিত।bs