KKR-এর ভরসা বরুণ, আইপিএলের ফাঁকে সামলাচ্ছেন স্থাপত্যের কাজও, ভাইরাল ছবি

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বরুণ চক্রবর্তী শুধু একজন ক্রিকেটারই নন, তিনি একজন পেশাদার স্থপতিও। আইপিএলের ঠাসা সূচির মাঝেও তাই স্থাপত্য সংক্রান্ত কাজের জন্য তাঁকে ছুটে যেতে হল চেন্নাইয়ে।

তামিলনাড়ুর এই রহস্য স্পিনার প্রথমে ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবেননি। প্রায় দুই বছর পেশাদার স্থপতি হিসেবে কাজ করার পরই তিনি ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসাকে গুরুত্ব দেন এবং এই জগৎকে আপন করে নেন। তবে ভারতীয় দলের এই নির্ভরযোগ্য স্পিনার তাঁর আগের পেশার সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করেননি।

বরুণ এখনও ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে স্থপতি হিসেবে কাজ করে থাকেন। সেই সূত্র ধরেই গতকাল শনিবার চেন্নাইয়ে একটি নির্মাণ প্রকল্পের তদারকি করতে দেখা গেল তাঁকে। নির্মাণস্থলে হেলমেট পরিহিত অবস্থায় তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে শেয়ার করেছেন কলকাতার এই রহস্য স্পিনার নিজেই।

আইপিএলের সূচি অনুযায়ী, আজ ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে রামনবমীর কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের জেরে কলকাতা পুলিশের অনুরোধে ম্যাচটির সূচি পরিবর্তন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ম্যাচটি আগামী মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে কেকেআর দল দুই দিনের বাড়তি বিশ্রাম পেয়েছে। এই সুযোগেই বরুণ চক্রবর্তী চেন্নাইয়ে তাঁর নির্মাণকাজটি দেখে এলেন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বরুণ চক্রবর্তী তাঁর স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি। কাত্তানকুলাথুরের এসআরএম কলেজে পাঁচ বছরের পেশাদার কোর্স করেছি। সেটা সম্পূর্ণ আলাদা জগৎ ছিল। কম্পিউটার, টি-স্কেল, পেনসিল, চার্ট পেপার, আঁকা নিয়ে একটা অন্যরকম জগত। তখন আমি ক্রিকেট তেমন দেখতামও না। তবে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা সব সময়ই ছিল।’

তিনি আরও বলেন, ‘কখনো কখনো বাড়ির নকশা তৈরি করার সময় আমি ক্রিকেটের ছোঁয়া রাখতাম। পড়াশোনা শেষ করার পর প্রায় ১০ মাস আমার কাছে কোনো কাজ ছিল না। সেই সময় আমি ভাবতাম, জীবনে আমার কী করা উচিত।’

বরুণ চক্রবর্তীর এই দ্বৈত পরিচয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। একদিকে তিনি যেমন আইপিএলে কেকেআরের বোলিং স্তম্ভ, তেমনই অন্যদিকে একজন পেশাদার স্থপতি হিসেবেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটের ব্যস্ততার মধ্যেও অন্য পেশার প্রতি তাঁর এই দায়বদ্ধতা সত্যিই প্রশংসার যোগ্য।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy