KK: ‘তু আশিকি হ্যায়’ থেকে ‘পেয়ার কে পল’, কেকে- নজরুল মঞ্চে গেয়েছিলেন যে ২০টি গান

বলিউডের অনেক জনপ্রিয় গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার, ৩১ মে কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তার। মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে প্রথমে হোটেল।

তারপর তাকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ভিড়ে ঠাসা নজরুল মঞ্চ। প্রেক্ষাগৃহে নানা রকমের আলোর ঝলকানি। মঞ্চে গাইছেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দন ওরফে কেকে। গানের মধ্যে বার বার রুমালে মুখ-কপালের ঘাম মুছছেন শিল্পী। মাথাতেও ওই রুমাল বোলাচ্ছেন। একাধিক বার বোতল থেকে জল খেয়েছেন তিনি।

আর এবার নেটদুনিয়ায় ভাইরাল হলো কেকের নজরুল মঞ্চে গাওয়া ২০ টি গানের তালিকা। সেই তালিকাযা প্রথমেই ছিল ঝঙ্কার বিটসে্র ‘তু আশিকি হ্যায়’ গানটি তারপর একে একে কেকে গান –

কেয়া মুঝে পেয়ার হ্যায়’,
‘দিল এবাদত’,
‘মেরে বিনা’,
‘লাবো কো’,
‘তুহি মেরি শব হ্যায়’,
‘আঁখোমে তেরি আজব সি আদায়ে হ্যায়’।

অভি অভি’,
‘এমপিথ্রি’,
‘তু জো মিলা’,
‘ইয়ারো’,
‘খুদা জানে’,
‘জারা সি দিল মেঁ দে জাগা,’
‘আশায়েঁ,’
‘ম্যায় হুঁ ডন’,
‘তুনে মারি এন্ট্রি’,
‘দেশি বয়েজ’,
‘ডিস্কো’,
‘কোই ক্যাহে’।

সব শেষে অনুষ্ঠানে তিনি গান সবার প্রিয় ‘পল, ইয়ে হ্যায় পেয়ার কে পল’। কেকে শেষ বার গেয়েছিলেন, ‘হাম রহেঁ ইয়া না রহেঁ কাল’।

হঠাৎ করেই সকলকে আলবিদা বলে পৃথিবীকে বিদায় জানালেন দেশজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়ক।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy