বর্তমানে প্রেক্ষাগৃহে ‘কেজিএফ চ্যাপ্টার টু’ সুপার ডুপার হিট । এই ফিল্মের নায়ক যশ (Yash) চূড়ান্ত সফল ‘কেজিএফ’-এর মাধ্যমে। যদিও জানা গিয়েছে এই সিনেমার নায়ক যশ কোনো স্টারকিড নন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সকলের প্রিয় অভিনেতাকে যশ।
একটি সাক্ষাৎকারে অভিনেতা যশ নিজেই জানিয়েছেন, তিনি মাইসোর-এর হাসান গ্রামে জন্মগ্রহণ করেছিলেন । আর সেখানেই তার বড় হয়ে ওঠা।অভিনেতার কথায়, আমার বাবা বিএমটিসি বাস চালাতেন। মা ছিলেন গৃহবধূ। আমি ছোট থেকেই অভিনেতা হতে চেয়েছিলাম। একজন অভিনেতার ওপর সবার নজর থাকে। ওই অ্যাটেনশনটা পেতে ভালো লাগত। সেই কারণেই ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিতাম। নিয়মিত নাচও করতাম। এতে খুব আনন্দ পেতাম। এভাবেই শুরুটা হয়েছিল। আর আজ আমি এই জায়গায়।
শুধু তাই নয়, জানা গিয়েছে যশের আসল নাম নাকি নবীন কুমার গৌঢ়া। শৈশবে তাঁকে স্কুলের শিক্ষকরাও ‘হিরো’ বলে ডাকতেন।এতে ভালো লাগত। আসলে তখন অনেক ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম। আর সেই কারণেই শিক্ষকরা বলতেন, ছবি কই?
একসময় কষ্ট করা যশের সম্পত্তির মূল্য এখন ৩৮ কোটি। এক্ষেত্রে প্রভাসের থেকে অনেকটাই পিছিয়ে তিনি। তবে প্রভাস প্রায় দ্বিগুণ সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। জানা গেছে, প্রতিটি ছবির জন্য দু’কোটি টাকা চার্জ করেন দক্ষিণী এই তারকা। প্রতি মাসে তার আয় গড়ে ৫০ লাখ টাকা। বার্ষিক আয় পাঁচ কোটির কাছাকাছি। ছবি ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন এবং প্রোমোশনও করেন তিনি। সেখান থেকেও মোটা টাকা আয় করেন।