KGF 2-এর দুর্দান্ত সাফল্য, যশকে শুভেচ্ছা জানালেন বাহুবলি খ্যাত প্রভাস

থেমে নেই জয়রথ, বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছেন সিনেপ্রেমীরা। মুক্তির ১০ দিনে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে রকি ভাই।ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, মুক্তির আট দিনে প্রশান্ত নীল (Prashant Nil) পরিচালিত ফিল্ম ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে প্রায় ৭৫০ কোটি টাকা (ক্রস) সংগ্রহ করেছে। ‘বাহুবলী ২’ ও ‘দঙ্গল’-এর মতো সিনেমার রেকর্ডও ভেঙে গেছে।

১৪ এপ্রিল সিনেমাটির সংগ্রহ ৩০ কোটি টাকা , যা এ পর্যন্ত বক্স অফিস প্রাপ্তির জন্য সবচেয়ে দুর্বল দিন। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, এ সপ্তাহান্তে সিনেমাটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। এরই মধ্যে সিনেমাটি হিন্দি সংস্করণ ৩০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।‘কেজিএফ ২’ সিনেমার গল্পকথকের ভূমিকায় অভিনয় করেছেন প্রকাশ রাজ। দক্ষিণী সিনেমার প্রভাবশালী এ অভিনেতা কাজটির জন্য পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লাখ টাকা ।

তবে এদিকে KGF 2-এর দুর্দান্ত সাফল্যর জন্য প্রভাস ও আল্লু অর্জুন যশকে জানালেন শুভেচ্ছা। যদিও প্রভাস শুধু যশকেই শুভেচ্ছা জানাননি। তিনি প্রশান্ত, সঞ্জয় দত্ত (Sanjay Dutt), রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon), শ্রীনিধি শেঠি (Srinidhi Shetty) সহ সমস্ত কলাকূশলীদের শুভেচ্ছা জানিয়েছেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy