JCB নিয়ে এসে চোর চুরি করলো ATM ভল্ট, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

এটিএম থেকে টাকা লুট করবে চোরেরা। এর জন্য চোরেরা যা করল তা দেখে রীতিমত তাক লেগে গেছে সবার। সম্প্রতি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আর এ ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলায়। শুক্রবার রাতে এটিএম ভল্ট লুট করার জন্য বুলডোজার নিয়ে হাজির হয় চোর! পরে সেই বুলডোজার দিয়ে এটিএম ভেঙে চুরমার করে টাকার বাক্স নিয়ে গেল। খবর হিন্দুস্তান টাইমস, নিউজ18 এর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। এটিএম মেশিন লুট করার জন্য চোর এটিএম লুট করার জন্য বুলডোজার ব্যবহার করেছে, যা রীতিমতো ভয়ংকর। এটিএম লুটের এমন ঘটনা বিরল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটারে। @DextrousNinja নামের একটি টুইটারের প্রোফাইল থেকে শেয়ার করা হয় এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক চোর প্রথমে এসে এটিএমের দরজা খুলে দেয়। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে বুলডোজারটি এটিএমের ওপর আছড়ে পড়ে। একের পর এক আঘাত করতে থাকে সেই এটিএমের ওপর। এরপর এটিএমের যে বাক্সে টাকা থাকে সেই বাক্সটিকে ভাঙতে থাকে বুলডোজার। পুরো ঘটনাটি ধরা পড়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরায়।

নিউজ18 এর প্রতিবেদনে বলা হয়েছে, এটিএম বুথের ভিতরের একটি সিসিটিভির ভিডিও ফুটেজ অনুসারে- দুর্বৃত্তরা বুলডোজার দিয়ে দরজা ভেঙে মেশিনটি উপড়ে ফেলে। তবে মেশিনটি বের করার পর ক্রেনটি একটি গর্তে আটকে গেলে চোরেরা মেশিনটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এটিএমের ভল্টের ভিতরে থাকা ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ চোরদের ধরতে অভিযান শুরু করেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy