IPL2022: বোলিং এ দুর্দান্ত পারফরম্যান্স, দিল্লির কাছে মুস্তাফিজ এখন ‘দেবদূত’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। শুরু থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভূমিকা রেখে চলেছেন তিনি। এর মাঝে বৃহস্পতিবার খেলেছেন দলের হয়ে নিজের এখন পর্যন্ত সেরা ম্যাচ।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল মুস্তাফিজের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারে মাত্র ২ রান দেন তিনি। শেষ ওভারে এসে তো রীতিমত চোখ ধাঁধানো বোলিং করলেন দ্য ফিজ। কলকাতা নাইট রাইডার্স ইনিংসের ২০তম ওভারে নিতে পারে মাত্র ২ রান। এর এ সময় মুস্তাফিজ শিকার করলেন ৩ উইকেট।

মুস্তাফিজ-কুলদীপের দারুণ বোলিংয়ের পর ওয়ার্নার-পাওয়েলের ব্যাটে গতকাল কলকাতাকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস। দুর্দান্ত এই জয়ের পর দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল টুইটার ও ফেসবুক মুস্তাফিজকে দেবদূত হিসেবে আখ্যা দিয়ে একটি পোস্ট করেছে।

পোস্টটিতে দলটি লিখেছে, ‘ফিজের ২০তম ওভার ছিল ১, 𝐖, ১লেগবাই, 𝐖, 𝐖, ০… গতকাল রাতে ডিসির দেবদূত গুরুত্বপূর্ণ সময়ে জেগে উঠেছিলেন!’

উল্লেখ্য, গতকাল দুর্দান্ত বোলিংয়ে মুস্তাফিজ তার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচটি ৪ উইকেটে জিতে যায় দিল্লি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy