মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি, ১৫ বলে ৫৬ রান- কোনো নিয়মিত ব্যাটারের নামে নয়, এই বিধ্বংসী ব্যাটিংয়ের ইতিহাস লেখা হলো একজন নিরেট পেসারের নামের পাশে। প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান এই পেসার ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
শেষ ৫ ওভারে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। ১৬তম ওভারে প্যাট কামিন্স একাই নিয়ে নিলেন এই ৩৫ রান। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর রীতিমত প্রশংসায় ভাসছেন কেকেআরের এই ক্রিকেটার।
তবে, ম্যাচ শেষে যে তথ্য কেকেআর অধিনায়ক স্রেয়াশ আয়ার জানালেন, তা শুনে অবাক সবাই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে নেট প্র্যাকটিসে ব্যাট করতে গিয়েছিলেন প্যাট কামিন্স। ওই সময় তিনি নাকি বারবার বোল্ড হচ্ছিলেন। অথচ, ম্যাচে এসেই এমন রুদ্ররূপ দেখালেন যে কামিন্স, তা এখন রীতিমত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
২০২২ সালের আইপিএল-এ কেকেআরের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই সবাইকে স্তম্ভিত করেছেন কামিন্স। তার এই ইনিংস দেখে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার বলেন, ‘অসাধারণ! কামিন্স যেভাবে ব্যাট করল তা আমি ভাবতে পারিনি। কারণ একদিন আগেই নেটে ও বারবার বোল্ড হয়ে যাচ্ছিল। আমি তার পাশের নেটেই ব্যাট করছিলাম।’
শ্রেয়স বলেন, ‘টাইমআউটের সময় আমাদের পরিকল্পনা ছিল যে ভেঙ্কি (ভেঙ্কটেশ আয়ার) শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করবে আর প্যাট ব্যাট চালাবে। আমি প্যাটকে বললাম, বল দেখে টাইম করতে কারণ ও একটা সময়ে খুব জোরে মারার চেষ্টা করছিল।’
প্রসঙ্গ, ১৬১ রান তাড়া করতে নেমে ১৩.১ ওভারে ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল কেকেআরের। সেখান থেকে কামিন্স ঝড় তোলেন। ১৬তম ওভারেই দলকে জয় অনে দেন কামিন্স। মাত্র ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে মাত্র দুটি ডট বল ছিল। ড্যানিয়েল স্যামসকে এক ওভারে ৩৫ রান তোলেন কামিন্স। পুরো ইনিংসে ছিল ৬টি ছক্কা এবং ৪টি বাউন্ডারি।