মুম্বাই ইন্ডিয়ান্সের এমন বাজে যাত্রা এর আগেও হয়েছিল। প্রথম ৫ ম্যাচ টানা হারের পর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেই কাণ্ড কী এবারও ঘটাবেন তারা? নাকি এবার অন্ধকার গর্ত থেকে উঠে আসাই কষ্টকর হয়ে যাবে রোহিত শর্মার দলের জন্য?
আইপিএলে আজ অনুষ্ঠিত হবে মোট দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ। রাত ৮টায় শুরু হবে দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ।
এবারও টানা ৫ ম্যাচ হেরেছে মুম্বাই। ৬ষ্ঠ ম্যাচে এসে রোহিত শর্মারা মুখোমুখি হচ্ছে এবারের আইপিএলে নতুন আসা লখনৌ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি ৫ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। যদিও তারা পয়েন্ট টেবিলে রয়েছে ৫ নম্বরে। আজ মুম্বাইকে হারাতে পারলে অন্তত দ্বিতীয় স্থানে।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের আগে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ
ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সুর্যকুমার যাদব, তিলক বার্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, মুরুগান অশ্বিন/মায়াঙ্ক মার্কান্ডে, জসপ্রিত বুমরাহ, টাইমাল মিলস/টিম ডেভিড, জয়দেব উনাদকাট, বাসিল থাম্পি/ফ্যাবিয়ান অ্যালেন।
লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, দিপক হুদা, আয়ুস বাদোনি, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মন্তে চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই।