
আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনার মধ্যেই এবার আইপিএল ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক তৈরি হয়েছে টিকিটের কালোবাজারিকে ঘিরে।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI) ম্যাচের টিকিটের দাম অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছে। ২৩ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই দুই হেভিওয়েট দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু সিএসকের পক্ষ থেকে হোম ম্যাচের টিকিট এখনও অফিশিয়ালি বিক্রি শুরু না হলেও এক রিসেল সাইটে এরই মধ্যে দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
টিকিট রিসেল ওয়েবসাইট Viagogo-তে দেখা যাচ্ছে, সিএসকে বনাম মুম্বই ম্যাচের KMK লোয়ার স্ট্যান্ডের একটি টিকিটের দাম উঠেছে ৮৫,৩৮০ টাকা। টিকিটের দাম শুরু হচ্ছে ১২,৫১২ টাকা থেকে এবং ৮৪টি টিকিট বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের লোয়ার স্ট্যান্ডের টিকিটের দাম সাধারণত যা হওয়ার কথা, তার থেকে প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। শুধু চেন্নাই সুপার কিংস নয়, কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচগুলির টিকিটের দামও এবার অনেক বেশি রাখা হয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নাইটপ্রেমীরা।
সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বরাবরই আইপিএলের অন্যতম আকর্ষণ। একদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই, অন্যদিকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স—এই দুই দলের লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। তাই টিকিটের চাহিদাও আকাশছোঁয়া।
তবে প্রশ্ন উঠছে, এত বেশি দামে টিকিট বিক্রির বিরুদ্ধে বোর্ড কী ব্যবস্থা নেবে? বিসিসিআই (BCCI) কি কালোবাজারি ঠেকাতে কোনও পদক্ষেপ নেবে? এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এখনই বলা যায়, আইপিএল শুরুর আগেই টিকিট নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।