IPL এর আগে ধাক্কা খেলো KKR, নতুন দায়িত্ব নিয়ে বিদেশ চলে যাচ্ছেন গুরুত্বপূর্ণ সদস্য

আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ধাক্কা। দলের বোলিং কোচ ভরত অরুণ শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য কাজ করতে বিদেশে চলে যাচ্ছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট কর্তারা ভবিষ্যতের দিকে তাকাতে চান। দেশের কোচদের প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সফল কোচদের বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ অরুণ ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের সঙ্গেও চুক্তি করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

অরুণ এবং রোডসের মূল দায়িত্ব হবে শ্রীলঙ্কার কোচদের প্রশিক্ষণ দেওয়া। তরুণ ক্রিকেটারদের কীভাবে উন্নত প্রশিক্ষণ দেওয়া যায়, কীভাবে তাদের দক্ষতা বৃদ্ধি করা যায়— এসব ব্যাপারে পরামর্শ দেবেন তারা। বোলিং, ফিল্ডিংয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ফিটনেসের উপরেও গুরুত্ব দিচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেট কর্তারা।

শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “শ্রীলঙ্কা ক্রিকেট স্থানীয় কোচ, ট্রেনার এবং ফিজিয়োদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের ধারাবাহিক ভাবে উন্নতি প্রয়োজন। সে জন্য আন্তর্জাতিক স্তরে সফর কয়েক জন প্রতিভার সাহায্য নেওয়া হচ্ছে।”

অরুণদের মূল দায়িত্ব হলেও প্রয়োজনে শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটারদেরও পরামর্শ দেবেন তারা। শ্রীলঙ্কা ক্রিকেট কর্তাদের আশা, ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচের অভিজ্ঞতায় উপকৃত হবে তাঁদের দেশের ক্রিকেট।

শ্রীলঙ্কা ক্রিকেটের এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন অনেকে। তারা মনে করেন, এই পদক্ষেপের মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট আবারও আন্তর্জাতিক ক্রিকেটে তার অতীত সাফল্যে ফিরে যেতে পারবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy