IPL: রমরমিয়ে চলছিল ব্যাটিং চক্র, গ্রেফতার ১৩ জন ,উদ্ধার ২৮ টি মোবাইল ও ৪ টি ল্যাপটপ

আইপিএল শুরু হলেই মাথাচাড়া দিয়ে ওঠে ব্যাটিং চক্র। কোটি কোটি টাকার জুয়া হয় আইপিএল ঘিরে। আইপিলে এর বিভিন্ন ম্যাচ নিয়ে শুরু হয় বেটিং আর এতে সর্বশান্ত হয়ে যায় লক্ষ লক্ষ যুবক। পুলিশও এই বেটিং চক্র ভাঙ্গতে সক্রিয় হয়ে ওঠে।

রাজারহাট থানার পুলিশ আজ আইপিলের একটি ব্যাটিংচক্রের পর্দা ফাঁস করেছে। সোমবার রাতে রাজারহাটের বৈদিক ভিলেজে অভিযান চালায় পুলিশ। পুলিশ বেটিং চো৯করে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করেছে ১৩ জনকে।

প্রাথমিক তদন্ত থেকে জানাগেছে ধৃতরা মূলত বৈদিক ভিলেজে একটি ফ্লাট ভাড়া নিয়েই ছালাত এই ব্যাটিং চক্র। পুলিশ ফ্লাট থেকে উদ্ধার করেছে ২৮ টি মোবাইল ও ৪ টি ল্যাপটপ। জানাগেছে ধৃতদের মঙ্গলবার বারাসত আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, আইপিএল শুরু হবার পর থেকেই এর আগেও রাজ্যপুলিশ বিভিন্নই স্থানে অভিযান চালিয়ে ফাঁস করেছে বেটিং চক্রের পর্দা। তরুণ সমাজকে জুয়ায় আসক্তের হাত থেকে রক্ষা করতে এমন পদক্ষেপ প্রায়ই নেয় রাজ্যপুলিশ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy