OMG! ৭৫০ টন ডিজেল নিয়ে সমুদ্রে ডুবে গেলো জাহাজ, চলছে উদ্ধারের জোর প্রচেষ্টা

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উপকূলে ৭৫০ টন ডিজেলভর্তি একটি জাহাজ ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৭৪ ফুট লম্বা ও ২৭ ফুট চওড়া জাহাজটির তিউনিসিয়ার দক্ষিণপূর্ব উপকূলে জাহাজটি ডুবে যায়।

শনিবার তিউনিসিয়ার স্থানীয় একটি আদালতের মুখপাত্র মোহাম্মদ ক্যারে বলেন, ‘আমাদের সমুদ্রসীমার আওতায় সকালে জাহাজটি ডুবেছে। পরিবেশের ক্ষতি মোকাবিলায় উদ্ধারকারী সংস্থাকে অতিসত্বর জরুরি পদক্ষেপ নিতে হবে।’

তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ঝুঁকির মধ্যে পড়েছিল। দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক জাহাজ ‘জেলো’ তিউনিসিয়ার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে গিয়ে থাকতে পারে।

গিনি পতাকাবাহী জাহাজটি মিসরের দেমিয়েতা থেকে ছেড়ে মাল্টার উদ্দেশে যাত্রা করছিল। জাহাজ থেকে সাতজন ক্রুকে জীবিত উদ্ধার করা গেছে। তবে যেকোনো মুহূর্তে ডিজেল সাগরে ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy