
জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিকগুলির মধ্যে চলতি সপ্তাহের টিআরপি রেটিং নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। নতুন মেগা ‘দুগ্গামণি ও বাঘ মামা’ প্রথম সপ্তাহেই দর্শকদের আকর্ষণ করতে পারেনি। মানালি দে এবং রাহুল দেব বোস অভিনীত এই সিরিয়াল মাত্র ৫.০ রেটিং পেয়েছে, যা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। তবে ছোট্ট রাধিকা কর্মকার ও ফুগলার অভিনয় কিছুটা হলেও দর্শকদের নজর কেড়েছে।
অন্যদিকে, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া + রোশনাই’ যৌথভাবে ৪.৮ রেটিং পেয়েছে, যা ‘দুগ্গামণি ও বাঘ মামা’র থেকে খুব বেশি পিছিয়ে নেই।
এই সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষস্থানে রয়েছে ‘পরিণীতা’ (৭.২)। দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ (৬.৫) এবং তৃতীয় স্থানে ‘ফুলকি’ (৬.৪)। স্টার জলসার কোনো ধারাবাহিক সেরা তিনে জায়গা করতে পারেনি। তবে চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (৬.৩) এবং পঞ্চম স্থানে ‘গীতা এলএলবি’ (৬.২)।
সম্পূর্ণ তালিকা:
১. পরিণীতা (৭.২)
২. জগদ্ধাত্রী (৬.৫)
৩. ফুলকি (৬.৪)
৪. রাঙামতি তীরন্দাজ (৬.৩)
৫. গীতা এলএলবি (৬.২)
৬. কোন গোপনে মন ভেসেছে/কথা (৬.১)
৭. উড়ান (৫.৭)
৮. চিরসখা (৫.২)
৯. মিত্তির বাড়ি (৫.১)
১০. গৃহপ্রবেশ/দুগ্গামণি ও বাঘ মামা (৫.০)
তবে আশ্চর্যের বিষয়, বন্ধ হতে চলা ‘উড়ান’ ধারাবাহিকটি ভালো রেটিং পেয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ‘চিরসখা’ এবং ‘মিত্তির বাড়ি’ও ভালো অবস্থানে রয়েছে। ‘নিম ফুলের মধু’ (৩.৮) এবং ‘আনন্দী’ (৪.৯) শেষ পর্যায়ে থাকলেও, নতুন দুটি সিরিয়াল ‘তুই আমার হিরো’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ পরবর্তী সপ্তাহে কী ফলাফল করে, সেটাই এখন দেখার বিষয়।