Happy Birthday Shreya Ghosal : ১০ বছর প্রেমের পর বিয়ে, কীভাবে আদিত্য প্রপোজ করেছিল শ্রেয়াকে?

আজ জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের জন্মদিন। সুরের জগতে তাঁর অবদান অমূল্য। বাংলা, হিন্দি, ভোজপুরি, কন্নড়, মালয়ালম, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং অসমীয়া-সহ একাধিক ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে অভিষেক হয়েছিল শ্রেয়ার। সঞ্জয় লীলা বনসালীর ‘দেবদাস’ সিনেমায় তাঁর গাওয়া গান তাঁকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে সঙ্গীত জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের বহরমপুরে জন্ম হলেও শ্রেয়ার ছোটবেলা কেটেছে রাজস্থানের রাওয়াতভাটায়। মাত্র ৪ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। গুরু মহেশ চন্দ্র শর্মার কাছে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে সুরের পথে এগিয়ে যান। পরে তিনি ‘সা রে গা মা’ রিয়্যালিটি শোতে বিজয়ী হয়ে সকলের নজরে আসেন।

শ্রেয়ার জীবনের আরেকটি সুন্দর অধ্যায় হল তাঁর প্রেম কাহিনি, যা কোনও সিনেমার গল্পকেও হার মানাবে। স্কুলজীবন থেকেই শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচিত ছিলেন তিনি। তবে প্রেম শুরু হয় অনেক পরে। প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।

এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছিলেন, এক বন্ধুর বিয়েতে গোয়ায় গিয়ে শিলাদিত্য তাঁকে প্রেমের প্রস্তাব দেন। শিলাদিত্য একেবারে হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে শ্রেয়াকে প্রপোজ করেছিলেন। তখন গায়িকার কিছুই বুঝে ওঠার উপায় ছিল না। প্রেমিকাকে অবাক করতে শিলাদিত্য এমনভাবে পরিকল্পনা করেছিলেন, যাতে শ্রেয়া কিছুমাত্র সন্দেহও না করেন।

শ্রেয়া একবার এক পোস্টে জানিয়েছিলেন, তাঁরা যখন প্রথম দেখা করেন, তখন তাঁদের খুব অল্প বয়স। বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। আজ তাঁদের দাম্পত্য জীবন সুখের ছন্দে আবদ্ধ।

শ্রেয়া ঘোষাল শুধু বলিউডে নয়, টলিউড-সহ একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রির প্লেব্যাক গায়িকা হিসেবে দারুণ সফল। চারবার জাতীয় পুরস্কার, ছয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, নয়বার ফিল্মফেয়ার সাউথ-সহ অসংখ্য পুরস্কার জিতেছেন তিনি। তাঁর মিষ্টি কণ্ঠ ও অনবদ্য গায়কী সঙ্গীতপ্রেমীদের মনে চিরকালীন জায়গা করে নিয়েছে।

আজকের দিনে শ্রেয়া ঘোষালের জন্মদিনে সুরের রানি শ্রেয়ার জন্য রইল অনন্ত শুভেচ্ছা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy