ছেলের জন্য চোখে জল সুনীল শেট্টির! ‘বর্ডার ২’-এর শুটিং শুরুর আগে অহনকে কী মন্ত্র দিলেন বাবা?

বলিউডের ব্লকবাস্টার যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার’-এর স্মৃতি আজও দর্শকদের মনে টাটকা। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি অর্থাৎ ‘বর্ডার ২’ (Border 2) নিয়ে বড়পর্দায় ফিরছেন সানি দেওল। তবে এই ছবির বিশেষ আকর্ষণ হতে চলেছে সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি (Ahan Shetty)। কেরিয়ারের অন্যতম বড় প্রজেক্টে নামার আগে বাবা সুনীল শেট্টি ছেলেকে কী পরামর্শ দিয়েছেন, তা নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেতা নিজে। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘আন্না’।

ছেলের জন্য বাবার পরামর্শ: সুনীল শেট্টি জানান, অহনের প্রথম ছবি ‘তড়প’-এর পর গত দুই বছর তাঁর জন্য খুব একটা সহজ ছিল না। অহনের ‘বর্ডার ২’-তে সুযোগ পাওয়া নিয়ে সুনীল বলেন, “আমি ওকে শুধু একটাই কথা বলেছি—পুরো হৃদয় ঢেলে দাও। যে চরিত্রে অভিনয় করছ, তাতে নিজেকে পুরোপুরি সপে দাও।” অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত আচরণের ওপর জোর দিয়ে সুনীল বলেন, “কেরিয়ারে আমি সফল না ব্যর্থ জানি না, কিন্তু প্রচুর বন্ধু করেছি। অহনের ক্ষেত্রেও মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।”

আবেগপ্রবণ সুনীল: ছেলের সাফল্য নিয়ে সুনীল আরও বলেন, “যখনই অহনের সম্পর্কে কোনো ভালো খবর পড়ি, আমার চোখ জলে ভরে আসে।” বাবার জুতোয় পা গলিয়ে অহন এবার যুদ্ধের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই দেখার।

কবে মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’? অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে সানি দেওল ও অহন শেট্টি ছাড়াও থাকছেন বরুণ ধওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ। চলতি মাসের ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই প্রতীক্ষিত ছবি।