অঙ্কুশের গালে মা কালীর চড়! নবান্নে গিয়ে মমতার মন পড়তে চান ঝন্টু? বক্স অফিসে ধামাকা ‘নারী চরিত্র বেজায় জটিল’

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত এবং সুমিত-সাহিল পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেল। ছবির শুরুতেই বড় চমক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর। পুরো ছবিতে তিনি সূত্রধরের ভূমিকায় দর্শকদের গাইড করেছেন। তবে মুক্তির ঠিক আগেই দক্ষিণ কলকাতার নবীনা সিনেমার সামনে অঙ্কুশ-ঐন্দ্রিলার ৩০ ফুটের কাট-আউট ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চারু মার্কেট এলাকায়। অঙ্কুশ সাফ জানিয়েছেন, “এর শেষ দেখে ছাড়ব।”

ছবির গল্প আবর্তিত হয়েছে উত্তর কলকাতার সাধারণ যুবক ঝন্টুকে (অঙ্কুশ) ঘিরে। মেয়েদের মন বুঝতে না পেরে ঝন্টু যখন নাজেহাল, তখনই মা কালীর একটি দৈব চড় বদলে দেয় তার জীবন। এরপর থেকে সে মেয়েদের মনের কথা শুনতে শুরু করে। ঝন্টুর ইচ্ছা, এই ক্ষমতা দিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা জানতে নবান্নে যাবে! ছবিতে মা কালীর ভয়েস ওভার দিয়েছেন মানসী সিনহা।

অঙ্কুশের কমেডি টাইমিং ও ঐন্দ্রিলার চার্মিং অভিনয় ছবিটিকে অনন্য মাত্রা দিয়েছে। এছাড়া সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং দেবরাজ ভট্টাচার্যের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে। যদিও ছবির চিত্রনাট্যের কিছু জায়গায় যুক্তি খটকা তৈরি করে, তবুও গান এবং অঙ্কুশ-ঐন্দ্রিলা কেমিস্ট্রি সবটা সুদে-আসলে মিটিয়ে দেয়। সম্পর্কের জটিলতা কাটিয়ে ঝন্টুর মতো মন পড়তে পারা প্রেমিকের খোঁজ করতে হলে এই সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে আপনাকে যেতেই হবে।