ব্যাঙ্ক থেকে টাকা তোলাও জানতাম না”, বাবার আকস্মিক প্রয়াণে যেভাবে বদলে গিয়েছিল ঐন্দ্রিলার জীবন

টেলিভিশনের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেনের জীবন মানেই কেবল রূপোলি পর্দার গ্ল্যামার নয়, তার আড়ালে লুকিয়ে আছে এক চরম সংগ্রামের ইতিহাস। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। আর সেই ছবির প্রচারের ফাঁকেই এক পডকাস্টে নিজের জীবনের হাড়হিম করা লড়াইয়ের কথা শোনালেন অভিনেত্রী। খুব অল্প বয়সে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় বাবাকে হারিয়েছিলেন ঐন্দ্রিলা, যা এক নিমেষে লণ্ডভণ্ড করে দিয়েছিল তাঁর সাজানো জীবন।
বাবাকে হারানোর সময় ঐন্দ্রিলা এতটাই নির্ভরশীল ছিলেন যে, এটিএম থেকে টাকা তোলা বা ইলেকট্রিক বিল দেওয়াও তাঁর জানা ছিল না। শ্মশানে বাবার নিথর দেহের সামনে বসেও ধূপকাঠি কেনার জন্য বাবাকেই ডাকছিলেন তিনি। ঐন্দ্রিলা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “একটা সময়ে আমি আর মা এতটাই দিশেহারা হয়ে পড়েছিলাম যে ভেবেছিলাম আত্মহত্যাই করব।” সেই কঠিন সময়ে বর্তমান সঙ্গী অঙ্কুশ হাজরা দেশের বাইরে থাকলেও মানসিকভাবে পাহাড়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলার।
বর্তমানে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির ‘নারী চরিত্র বেজায় জটিল’ প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। এটি একটি রোম্যান্টিক কমেডি ছবি যেখানে অঙ্কুশকে দেখা যাচ্ছে মেয়েদের মন বোঝার আপ্রাণ চেষ্টা করতে। ছবিতে ঐন্দ্রিলার চরিত্রের নাম ‘আঁখি’। বছরের শুরুর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। জীবনের কঠিন অতীত পেরিয়ে ঐন্দ্রিলার এই ফিরে আসার গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।