ছেলের নাম ফাঁস করলেন ভিকি-ক্যাটরিনা! ‘উরি’র সেই বিশেষ চরিত্রের সঙ্গেই কি যোগসূত্র?

বলিউডের পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। মা হওয়ার পর ক্যাটরিনা আপাতত লোকচক্ষুর আড়ালে থাকলেও, বাবা হওয়ার আনন্দ চেপে রাখতে পারছেন না ভিকি। সম্প্রতি এই তারকা দম্পতি তাঁদের পুত্রের নাম প্রকাশ্যে এনেছেন— বিহান কৌশল।

ছেলের এই নাম রাখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগীদের দাবি, ভিকির কেরিয়ারের টার্নিং পয়েন্ট ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির সেই কালজয়ী চরিত্র ‘মেজর বিহান শেরগিল’-এর নামেই ছেলের নামকরণ করেছেন অভিনেতা। ছবির পরিচালক আদিত্য ধরও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “পর্দায় বিহান হওয়া থেকে বাস্তব জীবনে বিহানকে কোলে নেওয়া— অনেক শুভেচ্ছা ভিকু!”

বাবা হওয়ার অনুভূতি শেয়ার করতে গিয়ে ভিকি জানান, তাঁর জীবনের কেন্দ্রবিন্দু এখন বদলে গিয়েছে। অভিনেতা মজা করে বলেন, “এখন সবসময় ভয়ে থাকি যাতে ফোনটা হারিয়ে না যায়। কারণ ফোনের গ্যালারি এখন ছেলের অজস্র ছবি আর ভিডিওতে ভরা। এগুলো আমার কাছে হিরের চেয়েও দামী, সারাজীবন আগলে রাখতে চাই।”