বিয়ের তিন মাসেই মা হচ্ছেন অভিকা? অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
January 9, 2026

সবে মাত্র তিন মাস আগে মিলিন্দ চন্দওয়ানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিকা গোর। এর মধ্যেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একটি ইউটিউব ভিডিওতে অভিকা ও মিলিন্দের ‘বড় পরিবর্তনের’ ইঙ্গিত দেখেই অনুরাগীরা ধরে নিয়েছিলেন যে তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিকা সাফ জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি মজা করে বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি গুজব। তবে হ্যাঁ, আমাদের জীবনে খুব শীঘ্রই অন্য একটি বড় খবর আসতে চলেছে, যা আমরা দ্রুত সবাইকে জানাব।” সন্তানের খবর না হলেও, এই ‘বড় চমক’ কী হতে পারে— তা নিয়ে এখন নতুন করে কৌতূহল দানা বাঁধছে ভক্তদের মনে। অনেকে মনে করছেন এটি কোনো নতুন প্রজেক্ট বা ব্যবসার ঘোষণা হতে পারে।