দুই বছরের প্রেমে ইতি! আলাদা হলো খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার পথ

বলিউডের ‘জেন-জি’র পছন্দের জুটি খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার বিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেমের সম্পর্ক প্রায় দুই বছর স্থায়ী ছিল। আম্বানিদের অনুষ্ঠান থেকে শুরু করে বিদেশের ছুটি— সব জায়গাতেই এই জুটিকে একসঙ্গে দেখা যেত।

ঘনিষ্ঠ সূত্রের খবর, দীর্ঘ দুই বছরের পথচলার পর সম্প্রতি তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তিক্ততা নয়, বরং একে অপরের প্রতি সম্মান রেখেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এখনও তাঁরা একে অপরকে ফলো করছেন। পেশাদার জীবনে বেদাঙ্গ এখন আলিয়া ভাটের বিপরীতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন, অন্যদিকে খুশি কাপুরও নিজের কেরিয়ার ও ফ্যাশন নিয়ে ব্যস্ত। তাঁদের এই ম্যাচিউর বিচ্ছেদ বলিউড মহলে প্রশংসা কুড়াচ্ছে।