এপি ঢিলোর সেই ভাইরাল চুমুই কি কাল হলো? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার প্রেমে হঠাৎ বিচ্ছেদ!

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ফের ভাঙনের সুর। এপি ঢিলোর মুম্বই কনসার্টে ভাইরাল হওয়া সেই বিতর্কিত মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এল বড় খবর। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার দীর্ঘদিনের প্রেমে ইতি পড়েছে। ‘ফিল্মফেয়ার’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত গোপনেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই চর্চিত যুগল।
বিচ্ছেদের মূলে অনেকে এপি ঢিলোর কনসার্টের সেই ‘ভাইরাল পেক’ বা চুম্বনকে দায়ী করছেন। স্টেজে পারফরম্যান্সের সময় গায়ক যখন তারাকে চুম্বন করেন, তখন দর্শকাসনে থাকা বীরের চোখে-মুখে ফুটে ওঠা অস্বস্তি নজর এড়ায়নি নেটিজেনদের। সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ার কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। যদিও দিন কয়েক আগেই তারা সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, অর্থের বিনিময়ে তাঁর বিরুদ্ধে পিআর ক্যাম্পেইন চালানো হচ্ছে এবং ‘চতুর এডিটিং’-এর মাধ্যমে তিলকে তাল করা হয়েছে।
এত প্রতিরোধের পরেও শেষ পর্যন্ত বীরের সঙ্গে তাঁর বিচ্ছেদ কেন ঘটল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। নেটিজেনদের একাংশের প্রশ্ন, কনসার্টের সেই ভিডিওই কি বীরের সঙ্গে তারার সম্পর্কের সমীকরণ বদলে দিল? বিচ্ছেদ নিয়ে এখনও আনুষ্ঠানিক সিলমোহর না দিলেও, তারার সেই ‘সত্যের জয়’ পোস্ট এখন নেটিজেনদের কাছে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে।