‘রাজাসাব’ জ্বরে কাঁপছে দেশ! ভোর হতেই প্রেক্ষাগৃহে হুড়োহুড়ি, প্রিয় নায়ককে দেখতে পাঁচিল টপকালেন প্রভাস ভক্তরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় ফিরলেন দক্ষিণ ভারতের মহাতারকা প্রভাস। শুক্রবার মুক্তি পেল মারুতি পরিচালিত প্রভাসের নতুন ছবি ‘রাজাসাব’ (The Raja Saab)। হরর এবং কমেডির মিশেলে তৈরি এই ছবিকে কেন্দ্র করে হিমাচল থেকে হায়দরাবাদ—সর্বত্রই উন্মাদনা তুঙ্গে। এমনকি অনেক জায়গায় সূর্য ওঠার আগেই ভোরবেলা শুরু হয়ে গিয়েছে ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো।

হায়দরাবাদের প্রেক্ষাগৃহগুলির সামনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় নায়ককে একঝলক দেখতে নাছোড়বান্দা অনুরাগীরা ধৈর্য হারিয়ে কোথাও প্রেক্ষাগৃহের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন, আবার কোথাও পাঁচিল টপকে ভিতরে ঢোকার মরিয়া চেষ্টা চালান। যদিও পুলিশের হস্তক্ষেপে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। প্রভাসের পোস্টার আর জয়ধ্বনি নিয়ে প্রেক্ষাগৃহের ভিতর রীতিমতো উৎসবের মেজাজ।

সিনে বিশেষজ্ঞদের মতে, থালাপতি বিজয়ের ‘জানা নায়াগান’ মুক্তি পিছিয়ে যাওয়ায় আপাতত বক্স অফিসে প্রভাসের কোনো বড় প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ‘রাজাসাব’-এর আয় আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষত, প্রভাস এই ছবির বাজেটের দিকে লক্ষ্য রেখে নিজের পারিশ্রমিক প্রায় ৫০ কোটি টাকা কমিয়ে দিয়েছেন বলে খবর। এখন দেখার, ১০ জানুয়ারি শিবকার্তিকেয়নের ‘পরশক্তি’ মুক্তি পাওয়ার আগে প্রভাস কতটা বড় ঝড় তুলতে পারেন।