ইন্সটাতে আনফলো, আলাদা থাকছেন যশ-নুসরত! স্বামীর দিকে নজর রাখতে গুপ্তচর লাগিয়েছিলেন নায়িকা?

টলিউডের জনপ্রিয় তারকা জুটি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান বিগত কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে এবং তৃতীয় কোনো ব্যক্তির কারণেই এই ফাটল তৈরি হয়েছে। টলিউডের অন্দরে জোর গুঞ্জন, যশ এবং নুসরত বর্তমানে আলাদা থাকছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন যশ এবং নুসরত, যা তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার আগুনে ঘি ঢেলেছে। এর পরপরই নুসরত একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করায় সেই জল্পনা আরও জোরালো হয়। এই ঘটনার কিছুদিন পরই যশ তাঁর বড় ছেলেকে (প্রথম পক্ষের) নিয়ে থাইল্যান্ডে বেড়াতে যান, আর নুসরত তাঁর বাবা-মা ও ছেলেকে নিয়ে দার্জিলিংয়ে ছুটি কাটাতে যান। এই সব ঘটনাপ্রবাহ একত্রিত হয়ে তাঁদের অনুরাগীদের মধ্যে থেকে শুরু করে টলিউডের অন্দরমহল পর্যন্ত তাঁদের আলাদা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে যশ বা নুসরত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
আনন্দবাজারের একটি সাম্প্রতিক রিপোর্টে গুঞ্জন রটেছে যে, এই সমস্যাটি এখনের নয়, বরং গত বছর ডিসেম্বর থেকেই যশ এবং নুসরত নাকি আলাদা থাকছেন। কাজের সময়টুকু ছাড়া তাঁরা বাকি সময়টা আলাদা কাটাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, যশ যখন মুম্বইয়ে ছিলেন, তখন থেকেই নাকি সন্দেহের শুরু। নুসরত নাকি নায়কের পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন। বর্তমানে অভিনেতা তাঁর পুরোনো আবাসনে ফিরে গেছেন, অন্যদিকে নুসরত জাহান তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থাকছেন। সূত্রের খবর, নুসরত একসঙ্গে থাকার জন্য বেশ কিছু শর্ত দিয়েছিলেন, যা অভিনেতা মানেননি।
যদিও এই সমস্ত কিছুই আপাতত জল্পনা। যশ দাশগুপ্ত বা নুসরত জাহান কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেননি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকা জুটির ভবিষ্যৎ সম্পর্কের দিকে।