“ভগবান-আল্লাহ সব ওঁর ওপর…”- নিজের জীবন ও হত্যার হুমকি নিয়ে মুখ খুললেন সালমান খান

গত দুই বছর ধরে সলমন খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ কিছু বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে তাকে। একাধিকবার তাঁর ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, আবার কখনও তাঁর খুন করার চেষ্টা করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে। পরিস্থিতি দেখে মুম্বই পুলিশ সলমনের নিরাপত্তা আরও বাড়িয়েছে। অনেক অনুষ্ঠান ও শোও বাতিল করতে হয়েছে তাঁকে।
এ বিষয়ে সলমন খান কখনও মুখ খোলেননি, তবে সম্প্রতি ‘সিকন্দর’ ছবির প্রচারে তিনি তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং হত্যার হুমকি প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভগবান-আল্লাহ সব ওঁর ওপর। আয়ু যতটা লেখা আছে, ততটাই। কখনও-কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, ওটাই সমস্যা হয়ে দাঁড়ায়।”
এছাড়া, ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আছেন সলমন। ২০২৪ সালে সলমনের ঘনিষ্ঠ বন্ধু, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি প্রকাশ্যে খুন হন। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই খুনের দায় স্বীকার করে, এবং সলমন খানের জন্যও সতর্কবার্তা দিয়েছে। গ্যাংয়ের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে যে, যারা সলমনকে সাহায্য করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।