কথা রাখছেন দেব, যত ভোটে জিতেছেন ততগুলো গাছ লাগাচ্ছেন অভিনেতা

পশ্চিমবঙ্গে সংসদ নির্বাচনের সময় টলিউড সুপারস্টার দেব ঘোষণা দিয়েছিলেন, যত ভোটে জিতবেন ততগুলো গাছ লাগাবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণকে এক লক্ষ ৮২ হাজার ৪৪৬ ভোটে হারিয়েছেন তিনি। জেতার পরই শুরু করেছেন ঘোষণার বাস্তবায়ন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কথা রাখছেন দেব। এরইমধ্যে ৪৫ হাজার গাছ লাগিয়েছেন নায়ক। সামাজিক মাধ্যমে দেখা গেছে নিজেই গাছ লাগাচ্ছেন দেব। ক্যাপশনে লেখা, গত দুই মাসে আমরা ৪৫০০০ এর বেশি গাছ রোপন করেছি।
ভোটে জেতার পর সংবাদমাধ্যমে দেব বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম আমি যত ভোট পেয়ে জিতব, ততগুলি গাছ লাগাব। বর্ষার আগেই আমি গাছ লাগানোর উদ্যোগ নেব। ভোটপ্রচারে বেরিয়ে বেশ কয়েকটি সমস্যা আমার নজরে পড়েছে। সেগুলো সব আমি লিখে রেখেছি। আর অবশ্যই ঘাটাল মাস্টারপ্ল্যান আমার কাছে সব চাইতে বেশ গুরুত্বপূর্ণ।’’
এদিকে সামাজিক মাধ্যমে দেবের বৃক্ষ রোপন কর্মসূচী দেখে যারপরনাই মুগ্ধ তার অনুরাগীরা। অনেকের মতে, দেব নায়ক হিসেবে যেমন নেতা হিসেবেও তেমনই সুপারহিট।