অবশেষে বিচ্ছেদ! এক দুই বার নয়, তিন-তিনবার বিয়ে করেও সংসার সুখের হলো না হার্দিক-নাতাশার

বাইশ গজের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান সুন্দরী নাতাশা স্তানকোভিচের চার বছরের বৈবাহিক জীবনের ইতি। এক দিন আগেও তাদের বিচ্ছেদের গুঞ্জন ঘুরলেও, ১৮ই জুলাই রাতে নিজেরা ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবর নিশ্চিত করে দেন তারা।

তিন বার বিয়ে!

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২০১৯ সালে দুবাইতে এক নৌকা ভ্রমণের সময় হার্দিক নাতাশাকে প্রস্তাব দিয়েছিলেন। ২০২০ সালের মে মাসে লকডাউনের মধ্যেই তারা গোপনে বিয়ে করে ফেলেন। তখন নাতাশা অন্তঃসত্ত্বা ছিলেন। ২০২০ সালের জুলাই মাসে তাদের ছেলে অগস্ত্য জন্মগ্রহণ করে। ২০২৩ সালের ভ্যালেন্টাইন্স ডে-তে তারা আবারও উদয়পুরে ধুমধাম করে দুটি রীতিতে বিয়ে করেন।

কিন্তু কপালে জোটেনি সুখ!

তিন বছরের সংসার, দুটি বিয়ে, এক সন্তান – সবকিছু থাকা সত্ত্বেও ভাঙল হার্দিক-নাতাশার সংসার। বিবৃতিতে তারা জানিয়েছেন, “চার বছর একসাথে থাকার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। আমরা পারিনি। তাই যা হয়েছে সেটাই আমাদের জন্য ভালো।”

 

View this post on Instagram

 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

ছেলে অগস্ত্যর ভবিষ্যৎ?

বিবৃতিতে তারা জানিয়েছেন, “আমাদের ছেলে অগস্ত্য আমাদের জীবনে ভীষণ স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা সকলে ধন্য। তাই দু’জনে মিলেই আমরা ওকে বড় করে তুলব। ওর খুশির জন্য যা করা দরকার, আমরা সবটাই দেব।”

এই কঠিন সময়ে হার্দিক-নাতাশা সকলের কাছে একটাই অনুরোধ – তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করা।

হার্দিক-নাতাশার এই বিচ্ছেদ ক্রিকেটপ্রেমীদের জন্য নিরাশ জনক হলেও, তাদের সিদ্ধান্তকেই শ্রদ্ধা করা উচিত। তাদের দুজনের ভবিষ্যতের জন্য শুভকামনা।