দঃ ২৪ পরগণার ফার্মহাউজে শোভন-সোহিনীর বিবাহ অনুষ্ঠান, এক দিনেই গুনতে হলো ২ লক্ষ ৮০ হাজার টাকা!

তারাতলা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে, বাওয়ালি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত বাওয়ালি ফার্মহাউজ। সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়েতে এই ফার্মহাউজটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শহুরে জীবনের কোলাহল থেকে দূরে নিজেদের বিশেষ দিনটি উদযাপন করতে চেয়েছিলেন এই তারকা জুটি। প্রকৃতির কোলে, খাঁটি বাঙালি খাবার পরিবেশনে সজ্জিত ছিল তাদের বিবাহ অনুষ্ঠান।

অর্ক জানালেন বুকিংয়ের পদ্ধতি দুই ধরনের। আপনি চাইলে একটি ঘরও বুক করতে পারেন। আবার পুরো প্রপার্টিও নিতে পারেন কোনও বড় অনুষ্ঠানের জন্য। তাঁর কথায়, “ম্যামেরা (সোহিনী) গোটাটাই বুক করেছিলেন। ৩৫টি রুম, সুইমিং পুল সহ গোটাটাই।” খরচা কেমন? জানা গেল, একটি রুমের জন্য দিন প্রতি ৩৩০০ টাকা। এর মধ্যে জিএসটি ও কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট কিন্তু ধরা আছে। আর গোটাটি নিতে গেলে? ম্যানেজারের কথায়, “গোটা নিতে গেলে আমাদের ভাড়া ২ লক্ষ ৮০ হাজার টাকা। তবে খাবার কিন্তু এর মধ্যে ধরা থাকে না। খাবার আমাদের থেকেই নিতে হয়। বাইরের খাবার বারণ। ওই দুই লক্ষ ৮০ হাজারের মধ্যে ৩১টি রুম, দু’টো লন আর সুইমিং পুলও কিন্তু রয়েছে।”

ফার্মহাউজে মোট ৩১টি রুম, দুটি লন এবং একটি সুইমিং পুল রয়েছে। গোটা রাত ধরে অনুষ্ঠান করার অনুমতি ১০০ জন অতিথির জন্য। আরও ৬০০ জন অতিথি যদি দিনের বেলা অনুষ্ঠানে যোগ দিতে চান, তাদের জন্যও ব্যবস্থা রয়েছে।

নিজস্ব ফার্ম ও পোল্ট্রি থাকায়, খাসির মাংস ছাড়া সব ধরণের খাবারই এখানে নিজস্বভাবে রান্না করা হয়। সোহিনী ও শোভনের বিবাহের খাবার ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।