সম্পর্কে থাকাকালীন হন অন্তঃসত্ত্বা, তবে কি এর জন্যই তড়িঘড়ি বিয়ে করেন আলিয়া-রণবীর?

রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে নিয়ে বলিউডে তুমুল চর্চা হয়েছিল। বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই আলিয়া-রণবীরের সম্পর্ক কত দিন টিকবে, তা নিয়ে জোর চর্চা চলেছিল। রণবীরের ঘন ঘন প্রেমে পড়ার স্বভাবই তার মূল কারণ।
তবে রণবীর-আলিয়ার বয়সের পার্থক্যও এক বিশেষ আলোচনার বিষয় ছিল সে সময়ে। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। তবে আপাতত তারা দু’জনেই বলিপাড়ার অন্যতম ‘পাওয়ার কাপল’!
২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছিমছাম ভাবে বিয়ে করেন রণবীর-আলিয়া। সেই বছরই মেয়ে রাহা কাপুরের জন্ম। তার পর থেকেই জল্পনা, সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া। সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়েটা সারেন তারা।
২০২২-এর জুনের শেষে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন আলিয়া। আর এই ঘোষণার মাত্র চার মাস পর তাদের কন্যাসন্তান রাহার জন্ম হয়। সেই নিয়েও কম কটাক্ষের মুখ পড়তে হয়নি তাকে। সাম্প্রতিক সময়ে যে সব খ্যাতনামী তারকাদের বিয়ে হয়েছে তাদের সকলের ভিডিওই তৈরি করেছেন খ্যাতনামা চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি। তার সংস্থা ‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামেও পরিচিত।
আনুশকা, দীপিকা, কিয়ারাদের বিয়ের ভিডিও তৈরি করলেও আলিয়া ও রণবীরের বিয়ের ভিডিও তৈরি করতে রাজি হননি তিনি। সেই জায়গায় তাদের বিয়ের ছবি তোলেন সিদ্ধার্থ শর্মা, যিনি পরিচালক লব রঞ্জনের বিয়ের ছবিও তুলেছেন। বলিউডের অন্দরে তিনিও বেশ পরিচিত নাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, লব রঞ্জনের বিয়ে হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। আলিয়া-রণবীর তাকে অগ্রিম বুকিং দিয়েছিলেন তারও আগে। সিদ্ধার্থর কথাতেই পরিষ্কার রাহার জন্মের পর থেকে ক্রমাগত যে কটাক্ষের মুখে পড়তে হয়েছে রণবীর-আলিয়াকে, তা সম্পূর্ণই ভিত্তিহীন।