‘শাহরুখ খান শো অফ করতে বেশি পছন্দ করে’! ফের বিস্ফোরক অভিজিৎ

গায়ক অভিজিৎ ভট্টাচার্য আবারও বলিউডের বাদশাহ শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, “এই ব্যাপারটা শাহরুখও ভালোমতোই জানে। আমাদের মধ্যে তেমন পার্থক্য নেই। আমাদের দুজনের জন্মদিন মাত্র ১ দিনের ব্যবধানে। স্বভাবের দিক থেকে আমরাও বেশ একই রকম।”
‘ম্যায় হু না’-র গানের কৃতজ্ঞতা না জানানো নিয়ে অভিজিৎ ক্ষোভ প্রকাশ করেছিলেন।এরপর থেকেই শুরু হয় দুজনের মধ্যে টানাপোড়েন।
অভিজিতের অভিযোগ:
‘আমরা দুজনেই আসলে জানি কী করতে চলেছি আমরা। আমি যদি ওর কাছে এখন যাই, ওর থেকে বয়সে ৬-৭ বছরের বড় হওয়ার সুবাদে ওকে বলতেই পারি, অনেক হয়েছে এসব নাটক, তুমি একজন তারকা, আর তাই থাকবে। কিন্তু আমি যদি ছবিতে আসি, তাহলে আমাকে গুরুত্ব দিতে হবে, ওকে নয়। আমার মাঝে মাঝে মনে হয়, ওঁ এমন এক মানুষ যে শো অফ করতে বেশি পছন্দ করে… অথবা হতে পারে ওঁর হাতে সময় নেই। কিন্তু ও একেবারেই এরকম নয়। আমি নিজেকেও চিনি, ওকেও খুব ভালো করে বুঝি। আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক না থাকা সত্ত্বেও। ও জানে আমি মনে আঘাত পেয়েছি।’, আরও বলেন অভিজিৎ।
একসময় শাহরুখের লিপে অভিজিতের গান ছিল দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।কিন্তু সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বের অবনতি ঘটে।
গায়কদের অবমূল্যায়ন নিয়ে অভিজিৎ দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন।এক টক শোতে তিনি বলেছিলেন, “ছবির টাইটেল কার্ডে গায়ক গায়িকার নাম আসে সবার শেষে। যখন দর্শকরা হল ছেড়ে বেরিয়ে যায় তখন।”
‘ম্যায় হু না’-র পর অভিজিৎ প্রেস কনফারেন্সে শাহরুখকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।তার গানের জোরেই শাহরুখ এত বড় তারকা হয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।আর কখনো শাহরুখের জন্য গান গাইবেন না বলেও ঘোষণা করেছিলেন।
শাহরুখ-অভিজিত বিতর্ক বলিউডের ইতিহাসে একটি চিরস্মরণীয় অধ্যায়। দুজনের মধ্যে মতবিরোধ কতদিন স্থায়ী হবে তা এখনও অজানা।