‘সীতার মতো সাই পল্লবী সুন্দরী নন’, রামের চরিত্রে কেমন মানাবে রণবীরকে? মুখ খুললেন সুনীল

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। কিন্তু এই নিয়ে বিতর্কও বেজায়। রামের চরিত্রে রণবীরকে কতটা মেনে নেবেন দর্শক, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ লক্ষ্মণ চরিত্রে অভিনয় করা অভিনেতা সুনীল লহরি সম্প্রতি এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, রণবীর অবশ্যই ভাল অভিনয় করবেন, কিন্তু দর্শকের পুরোনো ধারণা ভেঙে রাম হিসেবে তাকে মেনে নেওয়া কঠিন হতে পারে।

বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর পর রণবীরকে রামের চরিত্রে দেখতে অস্বস্তি হতে পারে দর্শকের। সুনীলের মতে, “আমি নিশ্চিত, রণবীর ভাল অভিনয় করবেন। কিন্তু মানুষের কিছু ধারণা তৈরি হয়ে যায়। আগের ধারণা ভেঙে ফেলতে হবে ওঁকে। বিশেষ করে কিছু দিন আগেই ‘অ্যানিম্যাল’-এ ওঁকে দেখার পরে মানুষের ওঁকে রাম হিসেবে মেনে নিতে সমস্যা হবে।”

সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। তাকেও সুনীল পুরোপুরি মানাতে পারছেন না। সাই-এর কাজ আগে তিনি দেখেননি। তাই তার মন্তব্য, “চেহারার দিক থেকে মানাচ্ছে না একদম। আমি জানি, সীতা নিখুঁত সুন্দরী। সাইয়ের মুখ অত নিখুঁত নয়। বুঝতে পারছি না, কী ভাবে এই অভিনেত্রীকে সুন্দরী হিসেবে দেখানো হবে। সীতা এমন সুন্দরী ছিলেন যে রাবণ পর্যন্ত প্রেমে পড়েছিলেন।”

এই ‘রামায়ণ’ নিয়ে সুনীলের মন্তব্য ইতিবাচক নয়। তবে দর্শকরা ছবিটি মুক্তি পাওয়ার পর কতটা মেনে নেবেন, তা সময়ই বলে দেবে।