‘সব রটনা, বিচ্ছেদ হয়নি’, অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

শুক্রবার রাত থেকেই বলিপাড়ায় তুমুল হইচই। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। এমনকি, রটে যায়, মালাইকাই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।

কিন্তু কিছুক্ষণ পরই ম্যানেজারের মুখে অন্য কথা। মালাইকার ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন, “এসব মিথ্যে। সবই রটনা। অর্জুনের সঙ্গে এখনও তাঁর সম্পর্ক মধুর।”

এই গুঞ্জন কতটা সত্যি?

২০২৩ সালের শেষ দিক থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল।দুই তারকা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন।তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছিল।কিন্তু মাঝেমধ্যে একসঙ্গেও দেখা গিয়েছে তাদের।ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে।

কী বলছেন মালাইকা?
সমস্ত গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে দিয়েছেন, তাঁর মন অর্জুনেই রয়েছে।
এই জটিল সম্পর্কের ভবিষ্যৎ কী?সময়ই বলে দেবে এই জুটির আসল ভাগ্য।তবে এখনকার মতো যদি তারা একে অপরের পাশে থাকে, তাহলে বিচ্ছেদের গুঞ্জনগুলো হয়তো স্তब्ध হয়ে যাবে।