ঘাট কাজ থেকে গঙ্গা স্নান, মায়ের আত্মার শান্তি কামনা করলেন তন্বী

মিঠাই খ্যাতি অর্জনকারী জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় ১৪ মে তার প্রিয় মাতাকে হারিয়েছেন। এই দুঃখজনক ঘটনায় শোকাহত তন্বী সোশ্যাল মিডিয়ায় মায়ের স্মৃতিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

২৫ মে তিনি ঘাট কাজ ও গঙ্গা স্নানের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তন্বীকে শোকাতুর ও ভেঙে পড়া অবস্থায় দেখা যাচ্ছে। ছবির সাথে তিনি লিখেছেন, “ঘাট কাজ, গঙ্গা স্নান… আমাদের ছাড়া তুমি ভালো নেই জানি। তবুও ভালো থেকো মা।”

এর আগে ১৫ মে তিনি মায়ের হাতের উপর হাত রেখে একটি ছবি পোস্ট করে মৃত্যু সংবাদ দিয়েছিলেন। সেই সাথে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে একটি আবেগপ্রবণ পোস্টও লিখেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

তন্বীর মায়ের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মী ও বন্ধুরা তার পাশে এসে দাঁড়িয়েছেন। মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা কুন্ডুও তন্বীর সাথে যোগাযোগ করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

তন্বী ও সৌমিতৃষার মধ্যে ঠান্ডা লড়াই চলছে বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এই দুঃখের সময়ে তারা পার্থক্য ভুলে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছেন।

এই দুঃখের সময়ে আমরা তন্বী লাহা রায় ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।