‘বিয়ে করার কোনও পরিকল্পনা নেই’ বলেছিলেন কৌশাম্বী! তা হলে আদৃতের সঙ্গে কেন সাত পাক ঘুরলেন অভিনেত্রী?

মিঠাই ধারাবাহিকে আদৃতের চরিত্রের (উচ্ছেবাবু) দিদির চরিত্রে অভিনয় করেছিলেন কৌশাম্বী।কিন্তু বাস্তবে পর্দার দিদি-ভাই এই দুই অভিনেতাই এখন স্বামী-স্ত্রী।বিয়ের পর নবদম্পতি মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন।
অবাক হলেও জানেন কি, কিছুদিন আগেও বিয়ে করতে চাইতেন না কৌশাম্বী!নিজের মুখেই সে কথা বলেছিলেন অভিনেত্রী।’দিদি নম্বর ওয়ান’-এ এসেছিলেন তিনি।সেখানে জীবন সম্পর্কে কিছু কথা বলেছিলেন কৌশাম্বী।বলেছিলেন, কেন তিনি বিয়ে করতে চাননি।কৌশাম্বী বলেছিলেন, “আসলে আমার মা চাকরি করেন। আমি মায়ের নাইন টু ফাইভ জব দেখেছি।””ও বাবা বিয়ে-টিয়েতে আমি নেই।” সোজাসুজি জবাব দিয়েছিলেন অভিনেত্রী।”আমি মায়ের মতো চাকরি করব। বিয়ে করার কোনও পরিকল্পনা নেই আমার।”
আপাতত এই মুহূর্তে আদৃতের বাড়িতেই রয়েছেন কৌশাম্বী।রায় পরিবারের সঙ্গে চক্রবর্তী পরিবারের মেয়েটি ভালই মানিয়ে নিয়েছেন নিজেকে।বিয়ে করে তিনি খুব খুশি।