TRP : নিম ফুলের মধু-ফুলকিকে হটিয়ে টিআরপি টপার স্টার জলসার এই মেগা, দেখেনিন পুরো তালিকা

টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।

দেখুন টিআরপি-তে সেরা দশের তালিকা-

প্রথম: কথা ৬.১

দ্বিতীয়: গীতা LLB ৬.০

তৃতীয়: ফুলকি ৫.৯

চতুর্থ: নিম ফুলের মধু ৫.৭

পঞ্চম: জগদ্ধাত্রী ৫.৪

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে ৪.৯

সপ্তম: বধূয়া ৪.৭

অষ্টম: অনুরাগের ছোয়া ৪.৬

নবম: রোশনাই ৪.৪

দশম: জল থই থই ভালোবাসা ৪.২