দীর্ঘদিনের অনুপস্থিতি শেষে ফিরছেন সূর্য! সৌমিলীর সাথে কি রিয়েলিটিতেও চলছে প্রেম?

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ফিরছেন সূর্য চরিত্রে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এই খবরে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। তবে ধারাবাহিক থেকে দূরে থাকার এই সময়টা কি তিনি সৌমিলী চক্রবর্তীর সাথে সম্পর্ক গড়ে তুলছিলেন?

সম্প্রতি, সৌমিলী তার ইনস্টাগ্রামে হলুদ ওয়ানপিস পরা কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে তিনি দিব্যজ্যোতির সাথেও রয়েছেন। ক্যাপশনে লেখা, “ব্যস, এমনি!”। এই ছবি পোস্টের পর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

দিব্যজ্যোতি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি এখন সিঙ্গেল। তবে বিয়ে করার ইচ্ছে তার আছে। তিনি আরও বলেছিলেন, “আমাদের তো শাস্ত্রমতে অনেক রকম বিয়ে হয়। আসল হল দুটো মানুষের বোঝাপড়া, একে-অপরের কাছে আত্মসমর্পণ করা। এবার দুটো মানুষ কীসে খুশি থাকে, তা বলা মুশকিল। তবে আমার ক্ষেত্রে হয়তো বিয়েটাই হবে। কিন্তু লিভ ইনও হয়ে যেতে পারে। এখন বলা খুব মুশকিল। অনেক দূরের ব্যাপার। আর লিভ ইনটা তো গান্ধর্ব মতে বিয়েই। দুটো মনের মিলনই সব”।

 

View this post on Instagram

 

A post shared by Soumily Chakraborty (@mily_chakrabortz4)

দিব্যজ্যোতি ও সৌমিলীর রিল লাইফের এই প্রেম বাস্তব জীবনেও এগিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তাদের ভক্তরা অবশ্যই এই জুটিকে একসাথে দেখতে চান।

অন্যদিকে, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দ্রুতই ফিরে আসবেন দিব্যজ্যোতি। শ্যুটিং না থাকায়, ফিটনেস ফ্রিক দিব্যজ্যোতি সময় কাটাচ্ছিলেন জিমে। এবার দেখার পালা, ধারাবাহিকে ফিরে তিনি কী নতুন মাত্রা যোগ করবেন।