খুব শীঘ্রই আসবে সন্তান? লজ্জায় লাল কৌশাম্বী, ‘তাড়াতাড়ি যেন…’

আগামী ৯ই মে বিয়ে করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আদৃত রায় ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। বিয়ের আগে ইতিমধ্যেই তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সন্তান প্রসঙ্গ নিয়ে।

ফুলকির সেটে আইবুড়োভাতের আয়োজন

কয়েকদিন আগে, ‘ফুলকি’ ধারাবাহিকের সেটে কৌশাম্বীর আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক সহকর্মী তাকে মজা করে বলেন, “দেখবি, কোনও ভাবেই যেন তাড়াতাড়ি মাসি-পিসি না হই”। এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান কৌশাম্বী।

বিয়ের পর সন্তান নিতে চান না কৌশাম্বী

কৌশাম্বী স্পষ্ট করে জানিয়ে দেন যে বিয়ের অব্যবহিত পরে সন্তান নেওয়ার কোনও ইচ্ছেই তার নেই।

আয়োজন ছিল বেশ জমকালো

ফুলকি টিমের তরফে আইবুড়োভাতের আয়োজন ছিল বেশ জমকালো। পোলাও, মটন লুচি, ইলিশ, আমের চাটনি, দই সহ নানা বাঙালি খাবার পরিবেশন করা হয়েছিল।

৯ই মে বিয়ে, ১১ই মে রিসেপশন

আদৃত ও কৌশাম্বীর বিয়ে ৯ই মে। ১১ই মে রিসেপশনের আয়োজন করা হয়েছে। টেলিভিশন শিল্পের বড় তারকাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে, ‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু রিসেপশনে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও অনিশ্চিত।

 

View this post on Instagram

 

A post shared by Piyalisasmalofficial (@piyalisasmalofficial)