ছেলেকে সঙ্গী করে ৪২তম জন্মদিন, ‘বর কোথায় গেল?’ প্রশ্ন নেটিজেনদের

ছেলেকে লাইমলাইট থেকে দূরে রাখলেও, জন্মদিনে ছেলেকে প্রকাশ্যে এনে আশ্চর্য করিয়ে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ৪২ বছরে পড়লেন তিনি।

সাদামাঠা ভাবনায় বিশ্বাসী কোয়েল, তার জন্মদিনও পালন করলেন সেই ছিমছাম ভাবেই। ছেলে কবীর সিং রানে-র সাথে কাটা জন্মদিনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।জানিয়ে রাখা যাক, যে ভিডিয়োটি সামনে এসেছে তা তাঁর বাড়িতে নয়। ব্যক্তিগত জীবনে জন্মদিন কীভাবে তিনি কাটাচ্ছেন তা নিয়ে যে বরাবরই চুপ থাকেন কোয়েল। এ ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি।

মা-ছেলের মিষ্টি মুহূর্তের পাশাপাশি, ওই ভিডিওতে নিসপাল সিং-এর অনুপস্থিতি নজর কেড়েছে সকলের। অনেকেই প্রশ্ন তুলেছেন, “কোথায় আপনার স্বামী?”

জানা গেছে, ভিডিওটি কোয়েলের বাড়িতে নয়। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত চুপ থাকেন কোয়েল। এবারও ব্যতিক্রম হয়নি।

তবে ভাঙা হাত নিয়েও জন্মদিন পালন, কেক কাটা – এসব দেখে মন ভরে গেছে কোয়েলের ভক্তদের। ছেলে কবীরও মায়ের সাথে মজে করে কেক কেটেছে, মোমবাতিতে ফুঁ দিয়েছে।

কিছুদিন আগে ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন কোয়েল। চোট এতটাই গুরুতর ছিল যে, তাৎক্ষণিক অস্ত্রোপচার করতে হয়েছিল। বর্তমানে শুটিং বন্ধ রয়েছে। তবে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। শীঘ্রই শুটিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।