‘সোশ্যাল মিডিয়ার উপর আমার জীবন নির্ভর…’, প্রতীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনামণি!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা ৪ এপ্রিল জন্মদিন পালন করেছেন। এই বিশেষ দিনে সহ অভিনেতা প্রতীক সেন তাকে শুভেচ্ছা জানাননি।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সোনামণির ভক্তরা।সোশ্যাল মিডিয়ায় প্রতীকের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে।এই সমস্ত মন্তব্যে বিরক্ত হয়ে পাল্টা যুক্তি দিয়েছেন সোনামণি।

ফেসবুকে একটি পোস্ট করে তিনি বলেছেন, “আমি তো নিজেই আমার সম্পর্কে এইসব জানি না। কিন্তু আপনারা জানছেন, আলোচনাও করছেন। কী করে করছেন? অত্যাশ্চর্য ব্যাপার। এই সবের মানেটা কী? যার যা মনে হচ্ছে বলে যাচ্ছে। এর আগেও আমি অনেক কিছু দেখেছি। দয়া করে আমার সম্পর্কে এই ধরনের কু আলোচনা করবেন না। যে যার নিজেদের কাজে মন দিন, দেখবেন ভালো আছেন”।

সোনামণি আরও বলেছেন, “কারও সম্পর্কে খারাপ কথা বলে তাঁকে ভালোবাসা প্রমাণ করতে হবে সেটা তো ভালোবাসা নয়। ফেসবুকের উপর তো কারও জীবন চলতে পারে না। ফেসবুকে কে আমাকে উইশ করল বা করল না সেটা কোনও ব্যাপার নয়। কাউকে এমনভাবেও ভালোবাসাটা উচিত নয় যে একজন ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে।”

প্রসঙ্গত, প্রতীক খুব একটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন।তাই তিনি সোনামণিকে শুভেচ্ছা না জানিয়ে থাকতে পারেন।সোনামণি চান না এই বিষয় নিয়ে আর আলোচনা হোক।

তিনি বলেছেন, “লোকজনের কথা ভেবে রাগ করে বসে থাকা বা কাজ বন্ধ করে দেওয়াটা নিজের ক্ষতি।”মনে রাখা উচিত, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায়।তাই কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়।