ছেলে আদিদেব ভীষণ মোটা! ট্রোলে কড়া জবাব দিলেন সুদীপা

একসময় জনপ্রিয় রান্নাঘর শো-এর রানি ছিলেন সুদীপা। হাজার হাজার দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু আজ, সেই সুদীপাই ট্রোলের বিষয়।
নেট-নাগরিকরা সুযোগ পেলেই এই জনপ্রিয় অভিনেত্রীকে কটাক্ষ করেন। এমনকি জঘন্য আক্রমণ থেকেও বাদ যায় না সুদীপার পরিবার।
সুদীপা বর্তমানে বেশিরভাগ সময় কাটান তার ছোট্ট ছেলে আদিদেব-কে নিয়ে। অন্যান্য মায়েদের মতো, তিনিও ছেলের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেগুলোই ট্রোলারদের টার্গেট হয়ে যায়।
সম্প্রতি, আদি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে। তার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন সুদীপা। আর সেখানেই ৬ বছরের বাচ্চাটিকে ‘মোটা’ বলে সম্বোধন করে একজন নেট-নাগরিক। এমনকি ‘ওবেসিটি’ প্রসঙ্গও টানেন।
সেই কমেন্টে লেখা হয়, ‘একজন সুস্থ বাচ্চা প্রত্যেক বাবা-মায়ের গর্ব। কিন্তু ওবেসিটি নয়। এই ব্যাপারে নজর দিন। যাতে আগামী দিনে ও সুস্থ থাকে। খুশী থাকে।’
সুদীপা শালীনতার সাথে জবাব দেন, ‘আপনি ঠিকই বলেছেন। তবে কিছু করার নেই। এটা ওর পরিবারের মধ্যেই রয়েছে।’
কিন্তু নেট-নাগরিকদের ট্রোলিং থামেনি। বরং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম বিয়ের প্রসঙ্গ টানা হয়। আদিদেবের তুলনা টানা হয় তার সৎ দাদা আকাশের (অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে) সঙ্গে।