পরনে শাড়ি, পায়ে ঘুঙুর: ধুন্ধুমার অ্যাকশনে মজে পুষ্পা, প্রকাশ্যে সিনেমার টিজার

৮ এপ্রিল ৪১ বছরে পা দিলেন আল্লু অর্জুন।ভক্তদের জন্য বিশেষ রিটার্ন গিফট হিসেবে প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি পুষ্পা ২ এর টিজার।

টিজারে দেখা যাচ্ছে আল্লু অর্জুনকে নীল রঙে মেখে, পায়ে ঘুঙুর, পরনে শাড়ি, গলায় মালায় ধরা দিয়েছেন।ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন, চলছে পুজো অর্চনা।নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়।টিজারের শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।’

৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়ায় পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন।পোস্টারে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সঙ্গে লুঙ্গি পরে কুড়ুল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে।এইপোস্টারটি পোস্ট করেই তিনি জানান ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ ছবির টিজার।

ভক্তরা টিজার দেখে মুগ্ধ।অনেকেই জানিয়েছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ছবিটির জন্য।অনেকে মনে করছেন এটি এই বছরের সব থেকে বড় হিট হবে।