বিয়ের গুঞ্জনের মধ্যে নতুন চমক দিলেন অদিতি-সিদ্ধার্থ, জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়

অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিয়ের খবরে সরগরম বলিউড। এরইমধ্যে অন্য খবর জানালেন যুগল। সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে বাগদানের খবর জানালেন তারা।
বৃহস্পতিবার সিদ্ধার্থের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন অদিতি। সেই ছবিতে যুগলের আঙুলে বাগদানের আংটি স্পষ্ট। ছবির সঙ্গে অদিতি লেখেন, ও সম্মতি দিল। আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম।
বাগদান সম্পন্ন হতেই সিদ্ধার্থ এবং অদিতির বিয়ে নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। কিন্তু বিয়ের তারিখ নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেননি এই যুগল।
২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভাঙে সম্পর্কে। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পটাও একই রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি এক কর্মকর্তার সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর বিয়ে ভাঙে নায়িকারও। ২০১৩ সালে আলাদা হন দু’জনে।