কার সঙ্গে প্রেম করছেন দিতিপ্রিয়া? জানালেন অভিনেত্রী

হলি উৎসবের দিন প্রেমের পর্দা ফাঁস করলেন ‘রানি রাসমণি’ খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোশ্যালে প্রেমিকের সঙ্গে ছবি দিলেন অভিনেত্রী, সঙ্গে সঙ্গেই টলিপাড়ায় রটে গেলে দিতিপ্রিয়ার প্রেমের গল্প।
ইনস্টাগ্রামের স্টোরিতে দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, একজন পুরুষের সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কে এই দিতিপ্রিয়ার পুরুষ বন্ধু?
দিতিপ্রিয়া জানিয়েছেন, হ্য়াঁ, আমরা প্রেম করছি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখন মুখ খুলতে চাই না। এমনকী, প্রেমিকের নাম বা পেশা কিছুই জানাতে চাননি তিনি।
দিতিপ্রিয়ার কথায়, ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক খবর রটেছিল এর আগে। এবারটা সেরকম যেন না হয়, তাই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতই থাক।
বেশ কিছুদিন আগে অভিনেতা বিশ্ববসুর সঙ্গে দিতিপ্রিয়ার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল। এমনকী, অভিনেতা সুহত্রর সঙ্গেও নাম জড়িয়েছিল তার। তবে এসবকে এখন ভুলে নতুন প্রেমেই মজে থাকতে ব্যস্ত দিতিপ্রিয়া।