অনাবৃত শরীরে লাল রঙের প্রলেপ, ‘বিগ বস’ সুন্দরী আকাঙ্খার ছবি ভাইরাল নিমেষেই!

হলি উৎসব এবারের মত শেষ। কিন্তু ‘বিগ বস’ সুন্দরী আকাঙ্খা পুরীর মনে লেগেছে প্রেমের লাল রং। আর সেই রঙেই সোশ্যালে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। অনাবৃত শরীরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আর সারা শরীর লাল রঙে রাঙানো।
আবির লালই হতে হয়, এমনই মত আকাঙ্খার। সেই কারণেই তার শরীরে রয়েছে লাল রঙের প্রলেপ। তিনটি ছবি সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী। তাতেই যেন ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা। অভিনেত্রীর পরনে কোনও পোশাক নেই। সেই অবস্থাতেই ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। ছবি দেখে কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দায় মুখর হয়েছেন।
একটানা ১৬ সিনেমা ফ্লপ, তবুও থামেন নি অক্ষয়একটানা ১৬ সিনেমা ফ্লপ, তবুও থামেন নি অক্ষয়
বিমানকর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন আকাঙ্খা। তবে খুব অল্প দিনই সেই পেশায় ছিলেন। তার পর তামিল ছবি ‘অ্যালেক্স পান্ডিয়ান’-এ সুযোগ পেয়ে যান। এর পর মালয়ালম, কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি ছবি ‘ক্যালেন্ডার গার্লস’-এও দেখা গিয়েছিল তাকে। ‘সিআইডি’ সিরিয়ালেও অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন অভিনেত্রী।
সারা দেশে আকাঙ্খা পরিচিতি পান ‘বিগ বস OTT’ শোয়ের মাধ্যমে। শোয়ের টাস্কের মাঝেই লেবানিজ মডেল তথা সহ-প্রতিযোগী জাদ হাদিদকে চুম্বন করেন অভিনেত্রী। ৩০ সেকেন্ড ধরে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখেন দুজন। কোনও দিকে ভ্রুক্ষেপ ছিল না তাঁদের। শোয়ে সেই সময় ছিলেন পূজা ভাট। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। জাদ ও আকাঙ্খার চুম্বনের ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরে সলমন খানের রোষের মুখেও পড়তে হয় দুজনকে। তবে সেসব ভুলে এখন সোশাল মিডিয়াতেই মন দিয়েছেন আকাঙ্খা।