প্রথমবার ‘হোপ গালা’ সঞ্চালনায় বলিউড নায়িকা আলিয়া ভাট

আন্তর্জাতিক স্তরে বলিউড তারকারা প্রতি মুহূর্তে ভারতকে গর্বিত করে তুলছে। গেল বছরে অস্কার উপস্থাপনার জন্যে ডাক পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি এ বছর বাফটা পুরস্কার অনুষ্ঠানেও উপস্থাপনার জন্যও ডাক পান। এছাড়াও কান ফিল্ম ফেস্টিভ্যালে জুড়ি সদস্য হিসেবে ডাক পেয়েছিলেন দীপিকা। এছাড়া গত বছর মেট গালাতে অংশগ্রহণ করেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু এবার তিনি লন্ডনে হোপ গালার অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে ডাক পেয়েছেন।
বর্তমান প্রজন্মের সবচেয়ে সফল এবং জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ভাট। হাইওয়ে, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, রাজি এবং ডার্লিংস-এর মতো একাধিক সিনেমায় তার পাথব্রেকিং অভিনয় নজর কেড়েছে। গত বছর হলিউডেও অভিষেক ঘটে তার। আলিয়া ভাটের মুকুটে নতুন পালক! এবার বিশ্বখ্যাত ফ্যাশন শো মেট গালার সঞ্চালক হতে চলেছেন তিনি।
এবার শোনা যাচ্ছে যে, ‘হার্ট অফ স্টোন’ অভিনেত্রী লন্ডনে তার প্রথম হোপ গালা ইভেন্ট উপস্থাপনা করতে চলেছেন। এটি বিশ্বের প্রথম চ্যারিটি গালা শো। যেটা বিশ্ব জুড়ে দরিদ্র শিশুদের নিয়ে গঠিত দুস্থ শিবিরকে নিয়ে পরিচালিত হবে। প্রথমবার তিনি লন্ডনে ‘হোপ গালা’ ইভেন্টের আয়োজন করবেন। যেটি অনুষ্ঠিত হবে আজ ২৮ মার্চ, লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে।
এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অভিনেত্রীর নির্বাচিত দাতব্য প্রতিষ্ঠান সালাম বোম্বের লক্ষ্যকে আরও প্রসারিত করবে। যেটি মুম্বাইয়ের দুর্বল শিশুদের ক্ষমতায়নের জন্য নিবেদিত। যারা সেইসব শিশুদের স্কুল-পরবর্তী একাডেমি ক্যারিয়ার বানানোর লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করে।
কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলায় কংগ্রেস নেত্রীকে শোকজকঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলায় কংগ্রেস নেত্রীকে শোকজ
প্রসঙ্গত, আলিয়া ভাটকে শেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে। তাকে পরবর্তীতে ভাসান বালার ‘জিগরা’তে দেখা যাবে, যেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বেদাং রায়না।কিছু দিন আগে সিঙ্গাপুরে এর শ্যুট শেষ করেছেন অভিনেত্রী।