TRP: নম্বর কমল নিম ফুলের মধু-র, সেরা পাঁচে ঢুকে পড়ল অনুরাগের ছোঁয়া, শীর্ষে জনপ্রিয় এই সিরিয়াল

টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।

এক নজরে সেরা ১০-এর তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী (৯.১)

দ্বিতীয়: ফুলকি (৮.২)

তৃতীয়: গীতা এলএলবি (৮.১)

চতুর্থ: নিম ফুলের মধু (৮.০)

পঞ্চম: অনুরাগের ছোঁয়া (৭.৫)

ষষ্ঠ: কার কাছে কই মনের কথা/ কোন গোপনে মন ভেসেছে (৭.০)

সপ্তম: সন্ধ্যাতারা/ Love বিয়ে আজকাল (৬.৮)

অষ্টম: তোমাদের রাণী (৬.৭)

নবম: জল থই থই ভালোবাসা(৬.৫)

দশম: তুমি আশেপাশে থাকলে (৬.২)