সম্পত্তির হিসেবে শাহরুখ-অমিতাভ-আমিরকে টপকে গেলেন কে? একনজরে দেখেনিন

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, আমির খান থেকে অক্ষয় কুমার, রণবীর সিং— বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন বহু তারকা। কিন্তু সম্পত্তির নিরিখে কোন বলিউড অভিনেতার পরিবার শীর্ষে তা জানেন কি?
বলিউড সূত্র জানায়, মোট সম্পত্তির হিসেবে অমিতাভ, শাহরুখ, আমিরের মতো সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের টপকে গিয়েছে বলিউডের তিন ভাইয়ের পরিবার। তিন ভাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৫২৫৯ কোটি টাকা। এই তিন ভাই-ই অভিনয়জগতের সঙ্গে যুক্ত। বলিউডের খান পরিবারের সন্তান তিনজনই।
বলিউডের জনপ্রিয় চিত্রনির্মাতাদের অন্যতম হলেন সেলিম খান। তার তিন ছেলে সালমান, আরবাজ এবং সোহেল বর্তমানে সম্পূর্ণ বলিউডের সম্পত্তির হিসেবে এগিয়ে। খান পরিবারের মোট সম্পত্তি ৫২৫৯ কোটি টাকা থাকলেও সেই সম্পত্তির অর্ধেক পরিমাণ রয়েছে শুধুমাত্র সালমানের কাছেই। জানা গেছে, অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৯১৬ কোটি টাকা। বাকি সম্পত্তি সালমানের বাবা ও দুই ভাইয়ের। যথাক্রমে হাজার, পাঁচশ ও তিনশ ৩৩ কোটি টাকা।
জানা যায়, সেলিম খান তার সম্পত্তির পুরোটাই তার দুই স্ত্রী সালমা খান, হেলেন এবং তার সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছেন। সেলিম এবং তার তিন পুত্রের মোট সম্পত্তির পরিমাণ ৪৭৪৯ কোটি টাকা। তার মধ্যে সেলিম এবং তার তিন পুত্র বাদে খান পরিবারের অন্য সদস্যের মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।